13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মিউনিখ শহরে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা

admin
February 15, 2019 3:07 pm
Link Copied!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মিউনিখ শহরে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল শেরাটন আরাবেলা পার্কের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের কথা তুলে ধরে বলেন, কৃষক-শ্রমিক-জেলে, কামার-কুমার থেকে শুরু করে সব শ্রেণির মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছে। তিনি বলেন, আমরা দেখেছি প্রত্যেকের মধ্যে একটা বিষয় ছিল- যে আওয়ামী লীগ আসলে দেশের উন্নতি হবে। উন্নয়নের ছোঁয়া জনগণের কাছে পৌঁছাবে, কারো পকেটে ঢুকবে না। উন্নয়নের ছোঁয়া একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছাবে।

শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচনে প্রতিটি দল অংশগ্রহণ করেছে। এত বিশাল আকারে অংশগ্রহণ অতীতে কখনো দেখা যায়নি।

নির্বাচনে বিএনপির ভরাডুবির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২০১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ছিলো তাদের একটা উদ্দেশ্য, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট) জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মিউনিখ বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে সফরকালীন আবাসস্থল হোটেল শেরাটন আরাবেলা পার্কে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ইউরোপ আওয়ামী লীগ নেতারাসহ প্রবাসী বাংলাদেশিরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন। ১৭-১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আবুধাবির আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

http://www.anandalokfoundation.com/