14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাস্ক নয় আল্লাহর উপর ভরসা রাখুন বলা সামির খান এবার করোনার শিকার

Rai Kishori
April 12, 2020 7:22 am
Link Copied!

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষাপেতে ভারতের মিডিয়া ও প্রশাসনের সমস্ত চেষ্টায় জল ঢালতে “আল্লাহর উপর ভরসা রাখো, মাস্কের উপর নয়” ভিডিও বানিয়ে প্রচার করে মাস্ক খুলে মরার ভয় না থাকার জন্য উৎসাহ দিয়ে আসছিল টিকটক অভিনেতা সামির খান। সেই টিকটক স্টার সামির খান এখন করোনা আক্রান্ত।

সামির খানের বাড়ি ভারতের মধ্যপ্রদেশে। তিনি ভিডিও বানিয়ে ধর্মের নামে সোশ্যাল ডিস্ট্যান্সিং না মানার উপদেশ দিচ্ছে। আবার মাস্ক খুলে ফেলে মরার ভয় না থাকার জন্য উৎসাহ দিতে শুরু করেছে।  কিছুদিন আগে মাস্ক না ব্যাবহার করার জন্য লোকজনকে উস্কানি দিচ্ছিল। সামির খান টিক টক ভিডিও বানিয়ে বলেছিল উপরওয়ালা (আল্লাহ) থাকতে মাস্ক ব্যাবহারের প্ৰয়োজন নেই। এবং সে নিজেকে টিকটক স্টার বলে পরিচয় দেয়।

এখন করোনা পজেটিভ ধরা পড়ার পরে সে ভিডিও বানিয়ে বলেছে- বন্ধুরা আমি আর ভিডিও বানাতে পারবো না কারণ আমার করোনা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে দি, এখন সামির খানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং অনেকে তা নিয়ে ব্যাঙ শুরু করেছে।

এর আগে করোনা ভাইরাসের সাথে NRC কে জুড়ে দিয়েছিল। টিকটকে ভিডিও বানিয়ে কট্টরপন্থীরা বলেছেন, যারা আমাদের নাগরিকত্ব এর প্রমান চাইছিল এবার তাদের জন্য আল্লাহর NRC লাগু হয়ে গেছে। এবার উনি সিধান্ত নেবেন যে কে বাঁচবে কে মরবে।

বিশ্বের সমস্ত দেশ করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে একসাথে লড়াই করছে। আর ভারত দুইটি ভাইরাসের সাথে লড়াই করতে হচ্ছে। একটি করোনাভাইরাস আরেকটি উম্মাদী কট্টরপন্থী ভাইরাস। রাজনীতি ভুলে সমস্ত রাজনৈতিক দল করোনাভাইরাসের প্রকোপ থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য রাতদিন প্রচার চালিয়ে যাচ্ছে। অন্যদিকে উম্মাদী কট্টরপন্থীরা এই প্রচারকে ধূলিসাৎ করার জন্য করোনা ভাইরাস তীব্রগতিতে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে।

দেশে এই প্রথমবার সমস্থ রাজনৈতিক দল রাজনীতি ভুলে দেশকে করোনা মহামারি থেকে বাঁচানোর জন্য সমস্ত শক্তি এক করে দিয়েছে। দেশের সমস্ত সংবাদ মাধ্যম জনগণকে সচেতন করার জন্য রাতদিন বিনামূল্যে প্রচার চালাচ্ছে। দেশের পুলিশকর্মীরা না চেয়েও শুধুমাত্র দেশকে করোনা থেকে বাঁচাতে লাঠিচার্জ করছে। এখন সকলের উদেশ্য একটাই, তা হল দেশকে ভাইরাস থেকে বাঁচানো।

জনতাকে বার বার লকডাউন পালন করার অনুরোধ করা হয়েছে এবং বাইরে বের হলে মুখে মাস্ক ব্যাবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/