ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্রের ”স্ক্যানু” উদ্বোধন

Link Copied!

আজ সকালে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্রের (স্ক্যানু) উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি। ইউএসএআইডি’র ‘মামনি’ মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের (মামনি এমএনসিএসপি) সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্র (স্ক্যানু) চালু হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর অনুমানিক ৯০,০০০ নবজাতক মৃত্যুবরণ করে এবং দুই তৃতীয়াংশের বেশি শিশু জন্মের সাত দিনের মধ্যে মৃত্যুবরণ করে। এর মধ্যে অর্ধেক শিশু সংক্রমণ, জন্মকালীন শ্বাসরুদ্ধতা, কম জন্ম ওজন এবং অপরিণত জন্মের কারণে জন্ম নেয়ার ২৪ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে। অথচ মানসম্মত নবজাতকের বিশেষায়িত সেবায় এই অপ্রত্যাশিত মৃত্যুগুলোর বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্রের (স্ক্যানু) উদ্বোধন এই অঞ্চলের অসুস্থ নবজাতকের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহিদ মালেক এমপি বলেন, আগস্ট মাস অত্যন্ত শোকের মাস। কিন্তু সেই সাথে আজকে আমাদের জন্য আনন্দের দিন। আমরা শোককে শক্তিতে রুপান্তর করতে চাই। এই মাসে আমরা বসে থাকবো না। আজকে স্ক্যানু উদ্ধোধন করলাম। আমরা  ইউএসআইডি ও সেভ দ্য চিলড্রেন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি তারা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। আমরা ৫০ জেলায় স্ক্যানু স্থাপন করেছি, বাকি ৬৪ জেলায় করবো। নবজাতকের পাশাপাশি মায়েদের বিষয়ে নজর বাড়াতে হবে।

স্ক্যানু গুরুতর অসুস্থ নবজাতকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটা নবজাতকদের জন্য আইসিইউ। স্ক্যানুতে নবজাতকেরা তাৎক্ষণিক সেবা পায় এবং জীবন রক্ষা পায়। গর্ভবতী মায়েদের  প্রাতিষ্ঠানিক প্রসব বা ইন্সটিটিউশনাল ডেলিভারি বাড়ানোর প্রতি মন্ত্রী গুরুত্বারোপ করেন।  এছাড়াও তিনি বলেন, সময়মত আমরা কোভিড-১৯ এর টিকা শুরু করতে পেরেছি। এটি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে এই স্ক্যানুর নামকরণের প্রস্তাবনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর-এর সভাপত্বিতে নবজাতকের বিশেষায়িত সেবা সম্পর্কিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আহমেদুল কবির, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরান্ডা বেকম্যান, ডেপুটি অফিস ডিরেক্টর, অফিস অব পপুলেশন, হেলথ এন্ড নিউট্রিশন, ইউএসআইডি, বাংলাদেশ, অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, চেয়ারপারসন, এনটিডাব্লিউসি- নিউবর্ন হেলথ এবং চেয়ারপারসন, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটি, ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। সবশেষে সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান মানেন অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সেভ দ্য চিলড্রেন ও এর সহযোগী সংস্থাসমূহের সমন্বয়ে মামনি এমএনসিএসপি বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। ইউএসএআইডি’র সহায়তায় ৪৯.৫ মিলিয়ন ডলার বাজেটের পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পটি মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্য অর্জনে সরকারের সাথে কাজ করে চলেছে। যেসব পরীক্ষিত মা ও নবজাতক কেন্দ্রিক কার্যক্রম ও চর্চাসমূহ সুফল বয়ে আনছে তা প্রকল্পের ১৭টি জেলা ও সন্দ্বীপ উপজেলায় বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৩ কোটি ৪৮ লক্ষ মানুষের কাছে সেবা পৌঁছাতে কাজ করছে।

ইউ.এস. এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) মার্কিন সরকারের একটি এজেন্সি যেটি বিশে^র বিভিন্ন দেশগুলোতে গুরুত্বপূর্ণ উন্নয়ন এবং মানবিক সহায়তা প্রদান করে। বাংলাদেশিদের জীবন-মান উন্নয়নে খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতন্ত্র চর্চার বিকাশ, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের সহনশীলতা বৃদ্ধির জন্য ইউএসএআইডি প্রতি বছর প্রায় ২০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে থাকে।

http://www.anandalokfoundation.com/