ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে এক সাধকের সন্ধান

admin
January 14, 2017 4:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন খলসী ইউনিয়নে রৌহা গ্রামে লক্ষ্মির বটতলায় শাহীন নামে এক নতুন সাধকের আস্তানা পাওয়া গেছে।সেখানে শত শত মহিলা পুরুষ যাওয়া আসা করছে, বিভিন্ন রুগের জন্য। যেকোন এক নিয়তে ঐ লক্ষ্মীর বটতলায় শাহীন সাধকের কাছে গেলে তার মনের আশা আল্লাহ্ তা পূরণ করেন।

সরজমিনে দি নিউজের সাংবাদিক দুলাল পাল পর্যবেক্ষন করেন এবং বিভিন্ন লোকের সাক্ষাৎকার নেওয়া হয়।সাক্ষাৎকারে উপস্থিত সবাই জানান, আমরা যে সমস্যার জন্য এসেছি আল্লাহ্ তা মাপ করে দিয়েছে। সে সাধক কোন ঔষধপত্র, তাবিজ-কবজ দেয় না, সে আধ্মাত্কি ভাবে সবার সব রোগ নির্মূল করেন।

আরও সূত্রে জানা যায়, ঐ সাধকের আস্তানায় প্রতি বছর দুই বার ওরশ হয়, একটি চৈত্র মাসে ১৬ তারিখে ও অন্যটি কার্তিক মাসের ২৫,২৬,২৭ তারিখে এ তিন দিন অনুষ্ঠিত হয়।সেখানে হাজার হাজার লোকের আগমন ঘটে।

http://www.anandalokfoundation.com/