বিশেষ প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ চারজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গতকাল রাজধানীর ধানমন্ডিতে তদন্তসংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান ও তদন্তকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক খান।
এ মামলার চার আসামির মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের খালেক মণ্ডল (৭২) গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অন্য তিন আসামি হলেন একই উপজেলার বুলারআটি গ্রামের এম আবদুল্লাহ আল বাকি (১০২), দক্ষিণ পলাশপোল গ্রামের খান রোকনুজ্জামান (৬৪) ও বৈকাবি গ্রামের জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান (৬৫)।
আসামিদের বিরুদ্ধে হত্যা, আটক, শারীরিক নির্যাতন ও ধর্ষণের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ছয়জনকে হত্যা, দুইজনকে ধর্ষণ, ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ।
অভিযোগে বলা হয়েছে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী গঠন করে এর নেতৃত্ব দেন খালেক মণ্ডল। এরপর অন্য আসামিদের নিয়ে তৎকালীন সাতীরা সদর মহকুমা এলাকায় এসব মানবতাবিরোধী অপরাধ করেন।
৬ খণ্ডে ৩১২ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন শিগগিরই রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে জমা দেয়া হবে। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
আগামী ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের দিন ধার্য রয়েছে ট্রাইব্যুনালে।
২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদরাসায় কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আব্দুল খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট তার বিরুদ্ধে সাতীরায় দায়ের করা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল।