ডাসার প্রতিনিধিঃ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এদেশের সাধারন মানুষের সরলতার সুযোগ নিয়ে গড়ে উঠেছে অসংখ্য ভুয়া মাজার। তারই ধারাবাহিকতায় মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিন মাইজ পাড়া গ্রামে গড়ে উঠেছে ভুয়া মাজার শরীফ। ভুয়া মাজার ও উরস -কে কেন্দ্র করে, এলাকাবাসীর মাঝে ক্ষোপ ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে গ্রামবাসী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, প্রায় দুই থেকে আড়াই মাস আগে গড়ে উঠে কথিত ভুয়া মাজার। শাহেবালী মাতুব্বর( ৭৫) নামে ওই গ্রামের এক লোকের মৃত্যু হয়। তার ছেলে মেয়েদের দাবী তার বাবা মৃত্যুর আগে তাদের বলে গিয়েছে, তার মৃত্যুর পরে মাজার গড়ে তুলতে। সেই থেকে এই ভুয়া মাজারের সুত্রপাত।
কথিত ভুয়া মাজারের খেতমতে রয়েছেন মরহুম শহেবালী মাতুব্বর ওরফে পীর এ কামেল হযরত শাহেন শাহ্য়ের ছেলে মেয়ে আত্মীয় স্বজন। অভিযোগ আছে, তারা প্রতিনিয়ত গ্রামের সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে ভুয়া মাজারের নামে নগদ টাকাসহ চাল, ডাল, হাঁস, মুরগী, গরু, ছাগল গ্রহন করে।তাছাড়া তাবিজ কবজ ঝাঁর ভুক করার নামে তাদের কথিত মাজারে নারী পুরুষ অবাদে প্রবেশ করে। যা ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার শামিল।
তাই ভুয়া ও ভন্ড মাজার দ্রুত উচ্ছেদের কার্যকারী পদক্ষেপ দেখতে চায় গ্রামবাসাী।