মাদারীপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২১ মার্চ) সকালে ডাসার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ডাসার প্রেসক্লাবের আয়োজনে কর্মসূচিতে অংশগ্রহন করেন, ডাসার উপজেলায় কর্মরত পিন্ট,ইলেকট্রনিক কর্মরত গণমাধ্যমকর্মীরা।এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল, সাধারণ সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার তুহিন প্রমুখ।
মানববন্ধনে ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, মাদরীপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত মামলা প্রত্যাহার করতে হবে। মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবেনা।এই মামলার তীব্র নিন্দা জানান।এছাড়াও সারাদেশে সাংবাদিক নিপিড়ন বন্ধ করতে হবে।সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে মিথ্যা মামলা-হামলার বিরুদ্ধে প্রতিহত করার আহবান জানান।
উল্লেখ্য গত ১৩ মার্চ চাঁদাবাজি,মানহানি ও তথ্যপ্রমাণ ছাড়া সংবাদ পরিবেশনের অভিযোগ এনে তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বালুল আক্তার।মামলায় তিন আসামি হলেন, দৈনিক সমকাল ও বাংলাভিশনের মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি,এশিয়ান টিভির মাদারীপুর প্রতিনিধি মাসুদ খান ও ইংরেজি দৈনিক এয়িয়ান এজ ও স্থানীয় একটি পত্রিকার অনলাইনের সম্পাদক সাব্বির হোসেন আজিজ।