স্টাফ রিপোর্টার,
মাদারীপুরের কালকিনিতে প্রায় ৫০মণ জাঁটকা জব্দ করেছে মাদারীপুর র্যাব-৮। আজ বুধবার ভোরে কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার মোক্তারহাট থেকে এ জাঁটকা জব্দ করা হয়।
জানাগেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এএসপি দেবাশিস কর্মকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার মোক্তারহাটে অভিযান চালায়। এসময় র্যাব প্রায় ৫০মৱণ জাঁটকা জব্দ করেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিম খানায় ও মসজিদ-মাদ্রাসায় বিতরণ করা হয়।