মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনী উপজেলায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী হাফিজুল ইসলাম ওরফে হাফি (৪৪) নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের বাথানগাড়ী মাঠে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত হাফি গাংনী সরকারী ডিগ্রী কলেজ পাড়ার মুুক্তিযোদ্ধা মৃত হারেজ উদ্দীনের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গুলাগুলির খবর পেয়ে গাংনী থানা পুলিশ ও ধলা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত একজনকে উদ্ধার করা হয়।
তাকে তাৎক্ষনিকভাবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লে্েক্স নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এমকে রেজা তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও ১শ’ ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। হাফি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার নামে মাদকের একাধিক মামলা রয়েছে। এদিকে মৃত হাফিজুল ইসলাম ওরফে হাফির লাশ সনাক্ত করেছে স্থানীয় ও তার পরিবারের সদস্যরা।