মাদক থেকে দূরে থেকে মাদক নির্মূলে শিক্ষার্থীদের কাজ করতে হবে। শিক্ষার্থী হিসাবে শিক্ষকদের আজীবন সম্মান করতে হবে। পরীক্ষায় ভাল ফলাফল না করতে পারলে চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা আসবেই। বলেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
আজ মঙ্গলবার বিকাল ৩ টায় মধুখালী উপজেলার ৫৩ তম বাংলাদেশ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মধুখালী উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল এর সভাপতিত্বে ও মাধ্যামিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, শেখ তানভীর আহম্মেদ শিমুল , কামাল উদ্দিন , টারজান এর সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধন করে শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি আরও বলেন, অভিভাবক ও সকলের সাথে ভাল ব্যবহার করে ভালবাসা অর্জন করতে হবে। সুনাগরিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে । এ ছাড়া আরও বক্তব্য রাখেন , জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল , অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, অনুষ্টানের সম্পাদক মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ আউয়াল আকন ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান, মধুখালী উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী পৌর বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, মধুখালী উপজেলা বিএনপি সদস্য কামরুজ্জামান মিন্টু, মধুখালী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব ইলাহী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা লুৎফর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমূখ। উপজেলার ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ দিনব্যাপী এ ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।