13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাদকসেবীর ঘুষিতে পরে গেলো বৃদ্ধের দাত

Link Copied!

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে মিলন ফকির (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি উপজেলার আশোকাঠী গ্রামের।

হাসপাতালে চিকিৎসাধীন অহত বৃদ্ধ মিলন ফকির অভিযোগ করে বলেন, বুধবার একই এলাকার মসজিদের সামনে বসে তুচ্ছ ঘটনা নিয়ে পার্শ্ববর্তী মাদকসেবী নুর আলম ফকিরের সাথে কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জেরধরে নুর আলম ফকির আমার মুখের ওপর ঘুষি দিয়ে দাঁত ফেলে দেয়। পরে নুর আলম ও তার ছেলে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। অভিযোগ করে তিনি আরও বলেন, নুর আলম এলাকায় মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত।

আমরা তার অত্যাচারে অতিষ্ট। এবিষয়ে জানতে অভিযুক্ত নুর আলমের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

http://www.anandalokfoundation.com/