স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ টার সময় উপজেলার বেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএস জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, জয়যাত্রা টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি হাবিব ওসমান, একাত্তর টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি রাজিব হাসান, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যের ইউপি প্রতিনিধি লিয়াকত আলী খান লিটন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষার জন্য অভিভাবকসহ সমাজের সকল নাগরিককে আরো সচেতন হওয়ার আহবান জানান।