সিলেটের শাহপরান (রহ.) মাজারে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, হজরত শাহপরান (র.) এর মাজারে ওরস চলছিল। ওরসের শেষদিন সোমবার রাতে মাজারে ছিলেন বেশকিছু ভক্ত-অনুসারী। রাত আড়াইটার দিকে সাধারণ মুসল্লিদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আশপাশের এলাকার লোকজন এসে ওরসে অংশগ্রহণকারীদের ধাওয়া দিয়ে মাজার প্রাঙ্গণ থেকে তাড়িয়ে দেন। এ সময় উভয় পক্ষের ২০ থেকে ২৫ জনের মতো আহত হয়েছেন।
তিনি আরও জানান, এ হামলায় কারা জড়িত তা এখন নিশ্চিত করা যায়নি। তবে রাতেই পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।