মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদর উপজেলা মিলনায়তনে আজ শনিবার বিষমুক্ত সবজি চাষে ফেরোমন ট্রাপসহ নানা জৈব পদ্ধতির ব্যবহারে কীটনাশক ব্যবসায়ীদের ভুমিকা নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে ।
ক্যাটিলিস্ট ও সেবা সংস্থার সহযোগিতায় এ নিয়ে কর্মরত প্রতিষ্ঠান গ্রাফিকস এন্ড মেশিনারিজ ইকুইপমেন্ট-জি এম ই এ কর্মশালার আয়োজন করে। মাগুরার সে”্ছাসেবী সংস্থা ইসডেপের নির্বাহী পরিচালক গাউসুল আজম স্বাধীনের সভাপিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মাগুরা সদরের উপ সহকারি কৃষি কর্মকর্তা আ্ব্দুর রশিদ, জি এম ই এগ্রো লিমিটেডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এম এস ফকরুল ইসলাম, মার্কেটিং অফিসার মো: আজিজুর রহমান, সেবা কর্মকর্তা শেখ তারিকুল ইসলাম। কর্মশালায় ২২ জন কীটনাশক খুচরা ব্যবসায়ী অংশ নেন ও করনীয় বিষয়ে মতামত দেন।