13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় গর্ভের শিশু গুলিবিদ্ধের ঘটনার মামলার ৫ আসামী রিমান্ডে

admin
September 2, 2015 7:13 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় গর্ভের শিশু গুলিবিদ্ধের চাঞ্চল্যকর ঘটনার মামলার এজাহার নামীয়   ৫ আসামীকে বুধবার আদালতে হাজির করা হলে আদালত দু’দিন করে রিমান্ড মন্জুর করেছে ।

মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক ইমতিয়াজুল ইসলাম এ আদেশ দেন । দু’দিন করে রিমান্ড প্রাপ্ত ৫ আসামী হলো সাগর , লিটন , ফরিদ , ইলিয়াস ও সোহেল রানা ।

উল্লেখ্য ,  এ মামলার এজাহার নামীয়  ১৬ আসামীর মধ্যে  ১১ জন আসামী গ্রেফতার হয়েছে  ।  মামলার ৩ নং আসামী আজিবর  ইতিপূবেই মাগুরায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে ।

২৩ জুলাই শহরের দোয়ার পাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাশীন দলের সমর্থক দু’গ্রুপের মধ্যে  সংঘর্ষ হয়। এ সময় গুলিতে গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন  মা নাজমা বেগম । একই সময় গুলিতে  নিহত হন মমিন ভূইয়া নামের এক আওয়ামীলীগ কমী । নিহত মোমিন ভূইয়ার ছেলে রুবেল  এ মামলায়  ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা দায়ের করে ।

http://www.anandalokfoundation.com/