মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় করোনা সংক্রমণ রোধে সরকারের ঘোষিত কঠোর লকডাউনের আজ ১৩ম দিন। সকাল থেকে লকডাউন বাস্তবায়নে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়ক ও হাট বাজারে টহল জোরদার করেছে। বিনা কারণে কাউকে রাস্তায় বের হতে দেয়া হচ্ছে না। শহরের সকল দোকান পাট বন্ধ রাখা হয়েছে।
করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন বিষয়ে জনগণকে সচেতন করতে বিভিন্ন সড়কে পথচারীদের অবহিতকরণ করা হচ্ছে। পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হচ্ছে। এদিকে মাগুরা শহরে সাধারণ মানুষ অহেতুক ঘুরাঘুরি বন্ধ করতে তিন স্তরের চেক পোস্ট বসিয়েছে ।
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার সামনে, সরকারি বালক বিদ্যালয় ও স্টেডিয়াম গেটের সামনে এ চেক পোস্ট বসিয়ে জরুরী প্রয়োজন ব্যতিত শহরে প্রবেশের পথ বন্ধ করে।