মাগুরা প্রতিনিধি ॥ উন্নয়নের মহাসড়কে অভিবাসিরা সবার আগে- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ রবিবার আন্তর্জাতিক অভিবাসি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে শেষ হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজমল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনিরুল ইসলাম, মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (শিক্ষা ও আইসিটি) দিপক দেব শর্মা।