14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার মহম্মদপুরে তিন ব্যবসায়ির বাড়িতে দুধর্ষ ডাকাতি

admin
November 5, 2016 5:28 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া এলাকায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও ব্যবসায়িসহ তিন বাড়িতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে ডকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ট্রাকে এসে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরু ও মূল্যবান গৃহস্থারলীর মালপত্র লুট করে নিয়ে যায়। এতে তিনটি পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।২০-২৫ জনের মুখোশধারি ডাকাতের দল জানালার  গ্রীল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মী করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার রাত পৌনে একটার দিকে ট্রাকে করে ২০-২৫ জনের একটি ডাকাত দল জানালার গ্রীল কেটে আবু জাফরের ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেধে ফেলে। এসময় ডাকাতরা আলমারি থেকে নগদ ৮০ হাজার টাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ মালপত্র নিয়ে যায়। ডাকাতরা যাওায়ার সময় ট্রাকে করে দুটি গরু নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় আবুজাফর আহত হন।আবু জাফরের বাড়িতে ডাকাতি শেষে তাকে সাথে নিয়ে প্রতিবেশি আজিজার রহমান শেখ (৪৫) ও রফিকুল ইসলাম শেখকে (৩৫) বিপদের কথা বলে কৌশলে ঘুম থেকে ডেকে তোলে ডাকাত দল। একই ভাবে ডাকাতরা তাদের আলমারি থেকে নগদ দেড় লাখ টাকা চার ভরি স্বর্ণালঙ্কার নিযে যায়।তাদের বাড়ির গোয়াল থেকে দুটি গরু নিয়ে যায়।

অবু জাফর শেখ জানান, ডাকাতের সংখ্যা ছিল ২০-২৫ জন। ঘরে মুখোশারি ৫-৬ জন ডাকাত প্রবেশ করে। বাইরে অপেক্ষাকারিদের মুখ খোলা ছিল। তাদের কয়েকজনের হাতে পিস্তল ও দেশি ধারালো অস্ত্র ছিল বলে তিনি জানান। ডাকাতদের সবার গড় বয়স ২০-২৫ বছর। ডাকাতরা তাদের পরিবারের নারী-পুরুষ সদস্যদের বেধে রেখে মারধোর করেছেন করে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। ডাকাতি কাজে একটি ট্রাক ব্যবহার করেছে বলে জানা গেছে। ডাকাতরা দুর্যোগপূর্ণ আবহ্ওায়ার সুুযোগ নিয়েছে বলে তিনি জানান।

মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায় জানান,‘ঘটনার পরপরই রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে। এ ঘটনায় কেউ আটক নেই । তদন্ত চলছে

http://www.anandalokfoundation.com/