14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর সীমান্ত থেকে ১৭ জন আটক

Dutta
October 11, 2020 3:11 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি।

শনিবার রাতে মহেশপুর উপজেলার গুড়দহ গ্রাম থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান খান স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, রাতে শ্রীনাথপুর এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ী খুলনা ও বাগেরহাট জেলায়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

http://www.anandalokfoundation.com/