ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৯ জানুয়ারি’ ২০১৮: ঝিনাইদহের মহেশপুরে নৈশ কোচ থেকে ডাকাতি হওয়া ৩০ পিচ স্বর্ণের বার কোটচাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে কোটচাঁদপুর থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে হারুন অর রশিদ ওরফে মিলন (২৮) ও একই উপজেলার পোষ্ট অফিস পাড়া এলাকার ডাক্তার আবুল কাশেমের ছেলে আশরাফুল আলম ওরফে পটলা (৪৭)।
মহেশপুর থানার ওসি আহম্মেদ কবীর হোসেন চৌধুরী জানান, গত ৪ জানুয়ারি মধ্যরাতে মহেশপুরের সুন্দরপুর এলাকায় সোনার তরী পরিবহন থেকে একদল ডাকাত পাচার হওয়া স্বর্ণের বার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে কোন যাত্রী বা নৈশ কোচের চালক থানাকে জানায় না। খবর পেয়ে মহেশপুর থানার এস আই আনিসুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করে। পরে বুধবার ঢাকা থেকে এ মামলার প্রধান আসামী মিলনকে ও তার স্বীকারোক্তি মোতাবেক সহযোগী আশরাফুল আলমকে আটক করা হয়।
পরে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক ভোররাতে তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩০ পিচ স্বর্ণের বার। ওসি আরও জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা ৪৭ পিচ স্বর্ণের বার ডাকাতি করেছিল। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে। এর আগে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে ওই দিন রাতে সড়কে ডিউটিরত ২ জন এস আই ও ৬ জন কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।