ঝিনাইদহের মহেশপুরে জাল টাকাসহ দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্ত এলাকার শষিরাঘাটা বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা ২২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ঝিনাইদহ সদর থানার টিকারী নতুনপাড়ার আবু বক্কর খানের ছেলে সাইদ খান (২৮) ও মাগুরা সদরের কালুপাড়ার ইকরাম মোল্যার ছেলে মেহেদী হাসান (২১)। মঙ্গলবার দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, আকটকৃ ব্যক্তিদ্বয় প্রাথমিক পর্যায়ে নিজেদেরকে বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্রের সাংবাদিক বলে পরিচয় দেন। তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র প্রদর্শন করতে বলা হলে তারা ভূয়া পরিচয়পত্র প্রদর্শন করেন। পরে তারা বিজিবি কাছে ভূয়া সাংবাদিক পরিচয় প্রদান করেছেন বলে স্বীকার করেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত জাল টাকা, ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইলসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।