14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরের আলোচিত সেই কোটিপতি নাইট গার্ড তরিকুল ইসলাম স্ব-পদে বহাল

Brinda Chowdhury
May 28, 2022 4:05 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝিনাইদহের মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসের নাইট গার্ড কাম ঝাড়–দার তরিকুল ইসলামকে গত ২৭শে মার্চ সরিয়ে নেওয়া হয় জেলা সাব-রেজিস্ট্রী অফিসে। নাইট গার্ডের পদে থেকে তার বিরুদ্ধে দিনের বেলা অফিস তদারকি করে ঘুষ বানিজ্যের মাধ্যমে কোটিপতি বনে যাওয়ার অভিযোগ রয়েছে। তার নামে বেনামে রয়েছে অঢেল সম্পত্তি। দৈনিক ৬০ টাকা মুজুরী নাইট গার্ড কাম ঝাড়–দার পদে চাকুরী করেন তিনি। জেলা সাব-রেজিস্ট্রী অফিসে সরিয়ে নেওয়ার পরও অভিনব কায়দায় নিজ স্বার্থ হাসিল করে যাচ্ছেন তরিকুল ইসলাম।

তথ্য নিয়ে জানা যায়, সকাল ১০টার পরে জেলা অফিসে হাজিরা দিয়ে দুপুর ১টার মধ্যে ফিরে আসেন মহেশপুর সাব-রেজিস্ট্রী অফিসে। আবারও ফিরে যান সেই চেনা রুপে। সরকারী ফীর বাহিরে জমি রেজিস্ট্রিতে প্রতি লাখে সাব-রেজিস্ট্রারের বেঁধে দেওয়া অতিরিক্ত যে টাকা ঘুষ নেওয়া হয় সেই টাকা তোলা ও হিসাব-নিকাশের দায়িত্ব তরিকুলের কাঁধে। কাগজে ঘাড়তি থাকা দলিল কত টাকা হলে রেজিস্ট্রি করবেন সাব-রেজিস্ট্রার তা নির্ধারণ করেন তরিকুল ইসলাম। তার বেঁধে দেওয়া টাকার পরিমান নড়চড় হলে জমি রেজিস্টি করেন না সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য। আর সেই ক্ষমতার দাপটে ঘুষের টাকা এদিক থেকে ওদিক করে রাতারাতি কোটিপতি বনে গেছেন তরিকুল ইসলাম। এদিকে সমস্যার দলিলগুলো নিয়ে যদি কোন দলিল লেখক সরাসরি সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য্যরে কাছে যান তাহলে তিনি (সাব রেজিস্ট্রার) সাব জানিয়ে দেন তরিকুরের সাথে কথা বলতে। আর এই সুযোগটাই কাজে লাগান তরিকুল।
সাব-রেজিস্ট্রারের পর অফিসের ২য় ক্ষমতাধর ব্যক্তিও তরিকুল ইসলাম। জমির কাগজ পত্রে দক্ষতার পাশাপাশি টাকার অংকেও দারুন পটু তিনি। অফিসের আর সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও তরিকুলকে ফাঁকি দেওয়া যায় না। যে কারণে সাব-রেজিস্ট্রারের শতভাগ আস্থা তরিকুলে উপর।

লিখিত চিঠিতে তার (তরিকুল) পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় তার আপন ভাইয়ের ছেলে রাজিব হোসেনকে। তবে রাজিব হোসেন রয়ে গেছেন কেবল মাত্র কাগজে কলমে। বর্তমানে অভিনব কৌশলে জেলা এবং উপজেলা দুই রেজিষ্ট্রী অফিসেই কাজ করছেন তিনি।
সরজমিনে গিয়ে দেখা যায় প্রতি সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার তিনি দুপুর থেকে অফিস চলাকালিন সময় পর্যন্ত মহেশপুর সাব-রেজিস্ট্রী অফিসে টাকা তোলার কাজে ভীষন ব্যস্ত রয়েছেন তরিকুল ইসলাম। ঘুষের টাকা কালেকশনে ব্যস্ত তিনি। কোন দলিলে কে কত টাকা দেবে সেটার হিসাব করছেন তিনি। কিছু সময় অফিসের ভিতরে ডুকতে না পারলেও আশে পাশে ঘোরঘুরি করা তরিকুলকে ঠিকই খুজে নেন দলিল লেখকরা। কারণ তরিকুলের গ্রীন সিগনাল ছাড়াতো কোন অবৈধ কাজই করেন না সাব রেজিস্ট্রার।
নাম প্রকাশে অনুচ্ছুক দলিল লেখকরা জানান, তরিকুল ইসলামকে জেলা রেজিস্ট্রী অফিসে সরিয়ে নেয়া হলেও তিনি দুপুরের পর থেকে অফিস শেষ না হওয়া পর্যন্ত মহেশপুর অফিসেই কাজ করেন আগের মত। তার কাজে সার্বিক সহযোগিতা করেন তার শ্যালক রফিকুল ইসলাম। শ্যালক রফিকুলের অফিসে কোন পদ না থাকলেও দুলা ভাইয়ের ক্ষমতায় অফিস করেন তিনি। মূলত শালা-দুলা ভাই মিলে ঘুষ বিনিজ্যের সিংহভাগ দেখা শুনা করেন। ঘুষের ব্যাপারে সাব-রেজিষ্ট্রারকে বুঝানো গেলেও তরিকুলকে বুঝানো কষ্টকর বলেও জানান দলিল লেখকরা।

এব্যাপারে তরিকুল ইসলাম বলেন, এই বিষয়ে আমার কোনো কথা নেই আপনারা যার কাছ থেকে শুনেছেন তার সঙ্গে কথা বলুন। আপনাকে আবার একই কাজ করতে দেখা গেছে এমন কথার জবাবে তিনি বলেন, কিছু দালালরা এইসব কথা বলছে। তরিকুল ইসলামের ভাইয়ের ছেলে রাজিব হোসেন ও শ্যালক রফিকুল ইসলাম সম্পের্কে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমার কোনো কথা নেই বলে ফোনটা কেটে দেন।

তরিকুল ইসলামকে ঝিনাইদহ সদরে বদলি করে দেবার পরও প্রতি সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার তিনি আপনার অফিসে পূর্বের মত ঘুষ বাণিজ্য করছেন এমন কথার জবাবে সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য বলেন, আমি তাকে বিকালে ও সন্ধায় দেখি কিন্তু ঘুষ বাণিজ্য করছে কিনা সেটা বলতে পারবো না।

http://www.anandalokfoundation.com/