কুড়িগ্রাম প্রতিনিধিঃ বন্যায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে আশ্রয় নেয়া লোকেদের মধ্যে চরম সমস্যায় ভুগছে নারী ও কিশোরীরা।
পর্যাপ্ত লেট্রিন সুবিধা না থাকায় অপরিচিত লোকজনের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে লেট্রিন। অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে। বিশেষ প্রয়োজনে রাতে নারীরা বাইরে বের হতে পারছেন না। কিশোরী মেয়েদের কারণে দূর-দূরান্ত থেকে অপরিচিত লোকের আনাগোনা বেড়েছে। তাদের আত্মীয় বাড়িতে পাঠিয়েও নিশ্চিন্তে নেই বাবা-মা। কোনোভাবে দিন কাটলেও রাত আসতেই আশঙ্কা আর আতঙ্কে দেখা দেয় এসব পরিবারে। গরু-ছাগল যাতে চুরি না যায় এ জন্য পাহারা বসানো হলেও শেষ রক্ষা হচ্ছে না।
পরিচয় গোপন রাখার শর্তে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে আশ্রয় নেয়া এক মা বলেন, উপযুক্ত মেয়ে আশ্রয়কেন্দ্রে রাখাই দুষ্কর। ঘুমন্ত কিশোরী মেয়েকে রেখে ত্রাণ আনতে গিয়েছিলাম। এ সময় প্রতিবেশী এক বয়স্ক পুরুষ তার গায়ে হাত দিয়েছে। এমন নানান সমস্যা আর আশঙ্কায় রয়েছি।
আরেক কিশোরীর মা বলেন, আমার মেয়ে একটি সরকারি স্কুলে ১০ম শ্রেণিতে পড়ে। এই সড়কে এক রাত ছিল। ছেলেদের উৎপাতে শহরে ওর খালার বাড়িতে পাঠিয়েছি। মেয়েটা ওখানে কেমন আছে জানতেও পারছি না।
তিনি আরো বলেন, বন্যার সময় দুটো মোরগ আর তিনটা মুরগি নিয়ে এসেছিলাম। একটা খেয়েছি। পরদিন সকালে দেখি বাকিগুলো নেই। কে বা কারা দড়ি খুলে নিয়ে গেছে। পাশের ছাউনি থেকে গত রাতে কে বা কারা দুটো শাড়ি চুরি করে নিয়ে গেছে।