এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: মহালয়া আজ। সন্তানদের কল্যাণে মহামায়া দেবী দূর্গা আজ মর্ত্যে নেমে আসবেন। স্বপ্ন ও সুব্রতায় যেমন শরতের আর্বিভাব তেমনি শান্তি ও সংহতির জন্য মহামায়া দেবী দূর্গার আগমন।
প্রতি বছর শরতের শুভ্র মেঘে নরম নীলের আকাশ, হাওয়ায় দোলানো সাদা কাশফুলের সমারোহ আর ফুটন্ত শিউলি ফুলের মন উদাস করা সুবাসে ভক্ত অনুরাগীরা মহাশক্তি মহামায়া দূর্গতিনাশিনী দেবী দূর্গাকে মর্ত্যে নেমে আসার আহবান জানান। এর মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ। ৩০ সেপ্টেম্বর বাংলা ১৩ আশ্বিন (শুক্রবার) আমাবস্যার শেষ রাত্রি ৪:২৬ গতে এবং সকাল ৮ টা ৩০ পূর্বে মহালয়ার আচার অনুষ্ঠান পালিত হবে। প্রথমে পুরোহিত চন্ডীপাঠের মধ্য দিয়ে স্নেহময়ী ও পরমেশ্বরী মা দেবী দূর্গাকে ভক্ত অনুরাগীদের মাঝে আসার জন্য আহবান জানাবেন। এসময় মঙ্গলঘট স্থাপন করে ফুল তুলসি আর বেল পাতা দিয়ে পুজার আনুষ্ঠানিকতা করা হবে। এরপর সারাদিনই চলবে পুজার বিভিন্ন আনুষ্ঠানিকতা।
সনাতন ধর্মীয় শাস্ত্রমতে আগামী ১৯ আশ্বিন ৬ অক্টোবর (বৃহঃবার) শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন। ২০ আশ্বিন ৭ অক্টোবর (শুক্রবার) দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। ষ্ষ্ঠাদি কলপারম্ভ ও ষষ্ঠীবিহিত পুজা। ২১ আশ্বিন ৮ অক্টোবর (শনিবার) দেবীর নব-পত্রিকা প্রবেশ ও মহাসপ্তমী বিহিত পুজা। ঐ দিন মহামায়া দেবী দুর্গা ঘোড়ায় চড়্ আেসবেন। ২২ আশ্বিন ৯ অক্টোবর (রবিবার) মহাষ্টমী বিহিত পুজা। সন্ধ্যা ৫ টা ৩৪ গতে বলিদান ও দেবীর মহোৎসবযাত্রা। ২৩ আশ্বিন ১০ অক্টোবর (সোমবার) মহানবমী দেবীর নবরাত্রিকা ব্রত সমাপন। ২৪ আশ্বিন ১১ অক্টোবর (মঙ্গলবার) শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর দশমী বিহিত পুজা সমপান্তে বিসজর্জন। ঐ দিন দেবী যাবেন ঘোড়ায় চড়ে।
এ বছর তালা উপজেলায় ১৭৮ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে মন্ডপে মন্ডপে ভাস্কররা কাদামাটির প্রলেপ শেষ করে রং তুলির আচড়ে দশভুজা দেবী দুর্গাকে জীবন্ত রুপে সাজিয়ে তোলার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলার কুমিরা বাসষ্ট্যান্ড বাজার সার্বজনীন পুজা মন্দিরের পুরোহিত মনোব্রত চট্টোপাধ্যায় জানান, দূর্গা মা আমাদের জন্য শান্তি ও সংহতির পাশাপাশি নানা প্রকার বিপদ থেকে রক্ষা করবেন। তাই মহালয়ার দিন সকাল থেকেই দুর্গতিনাশিনী দুর্গা মা কে মর্ত্যে নেমে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে। তিনি ভক্তদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে আসবেন। পুরোহিত বলেন, মুলত মহালয়া, বোধন আর সন্ধিপুজা। এ তিন পর্ব মিলেই শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মীয় বিশ্বাস মতে মহালয়ার প্রাক সন্ধ্যায় অর্থ্যাৎ শুক্লপক্ষের চতুর্দশীতে কাত্যায়নী মুনীর কন্যা রুপে মহিষাশুর বধের জন্য মা দেবী দুর্গার আর্বিভাব ঘটে।