13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মনিপুরকে উত্তপ্ত করে ভারতকে অস্থিতিশীল করতে চায় ডিপস্টেট

নারায়ন দেবনাথ
November 21, 2024 7:39 am
Link Copied!

মনিপুর আবার উত্তপ্ত।উদ্দেশ্য একটাই ভারত থেকে মনিপুরকে বিচ্ছিন্ন করা। এই আন্দোলন গনতান্ত্রিক নয় সশস্ত্র। এই আন্দোলনের পিছনে রয়েছে ভারত বিরোধী আন্তর্জাতিক মহল যারা ভারতের ঐতিহাসিক ঐতিহ্য পরম্পরা বৈচিত্র্য বহুত্ববাদে বিশ্বাস এবং সর্বোপরি সনাতন সংস্কৃতিকে মুছে দেয়ার এক ভয়াবহ প্রচেষ্টা।
সোভিয়েত রাশিয়ার পতনের পর সারা পৃথিবীতে ভারতই একমাত্র দেশ যেখানে বিপুল জাতিগোষ্ঠীর মেলবন্ধনের একটি দেশ এখনো মাথা উচু করে জেগে আছে। ভারত এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে জনবহুল জাতিগোষ্ঠী ও বর্নে বিভক্ত একটি দেশ। তাই এই জাতিকে বিভক্ত করে দুর্বল করে দিতে না পারলে যে ভারত একদিন সারা পৃথিবীকে শাসন করবে এই ভয় থেকেই তাদের এই তৎপরতা। একটা সময় এই ভয় থেকেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেয়া হয়েছিল। এবার তাদের লক্ষ ভারত। তাই পৃথিবীর দাদাদের চোখে ঘুম নেই।ভারতকে টুকরো টুকরো করে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিতেই তাদের এই প্রচেষ্টা।
বৃটিশরা দুই’শ বছর ভারতকে শাসন করেছে জাতি বিদ্বেষ এবং বর্ন বৈষম্যকে কাজে লাগিয়ে। বৈদিক আমলের পর বৃটিশরাই প্রথম ভারতে জাতপাতের বৈষম্য চালু করে ভারতীয় উপমহাদেশে তাদের একাধিপত্য কায়েম রেখেছিলো। জাতি বিদ্বেষকে উজ্জীবিত করে বৃটিশরা যে বীজ বপন করে গিয়েছিলো তা আজ মহিরুহে পরিনত হয়েছে। দেশভাগের পর এই বিভাজনকে জিইয়ে রেখেছিলো কংগ্রেস তাদের কায়েমি স্বার্থে। তারা চায়নি উত্তর পূর্বাঞ্চল ভারতের ঐতিহ্যের সাথে মিশে যাক। কংগ্রেস সবসময় উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে বিভাজনের রাজনীতি করে গিয়েছে। কায়েমি স্বার্থে তারা ভারতের শাশ্বত ঐতিহ্যকে বিসর্জন দিয়ে নিজেদের দলীয় স্বার্থকে সমুন্নত রেখেছে।
মনিপুরে পরষ্পর বিরোধী দুটি সম্প্রদায় কুকি ও মেইতিদের নিয়ে কংগ্রেস বরাবর দ্বৈত রাজনৈতিক কৌশল অবলম্বন করে বিভক্ত করে রেখেছে। কুকিদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে মেইতিদের সাথে তাদের বিভাজনকে জিইয়ে রাখা ছিল তাদের একটি কৌশল।মনিপুর ভৌগোলিক ভাবে পাহাড় বেষ্টিত একটি রাজ্য। ঐতিহ্য গতভাবেই কুকিদের বাস পাহাড়ি এলাকায় আর মেইতিরা সমতলে।পরিবেশগত অভ্যাসগত এবং সাংস্কৃতিক গতভাবে কুকিদের সাথে মেইতিদের সবদিক থেকেই পার্থক্য রয়েছে। মেইতিরা ভারতীয় পরম্পরার একটি অংশ। রাধা-কৃষ্ণের আধ্যাত্মিক ও শাশ্বত প্রেমের উপর ভিত্তি করে মনিপুরি শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য পৃথিবী বিখ্যাত।এই নৃত্যগীতি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে বহুলাংশে মহিমান্বিত করেছে। মেইতিরা হিন্দু সংস্কৃতির ধারক ও বাহক। অপর দিকে কুকিদের ঐতিহ্য বলতে মাদক চাষ আর অস্ত্র ব্যবসা তাদের প্রধান উপজীব্য।
এই দুই গোষ্ঠীর মধ্যে এমন কিছু বৈষম্য কংগ্রেস সরকার করে গিয়েছে যা নিয়ে বছরের পর বছর অশান্তি লেগেই আছে। মেইতিরা মনিপুরে সংখ্যাগরিষ্ট তাদের সমতল ছাড়া কুকিদের এলাকায় জমি ক্রয়ে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু কুকিদের মনিপুরের সর্বত্র জমি ক্রয়ের অধিকার দেয়া হয়েছে। সেই অধিকার গত বছর মনিপুর হাইকোর্ট বাতিল করে দিলেই অশান্তির সৃষ্টি যা আজও দিকিদিকি জ্বলছে।
এই বৈষম্য এবং বিভাজনের সুযোগ নিয়ে যুগের পর যুগ ধরে খ্রিস্টান মিশনারিরা কুকিসহ উত্তর পূর্বাঞ্চলের ৫টি রাজ্যের অধিকাংশ মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে গড়ে তোলে একতাবদ্ধ হওয়ার এক ঐশ্বরিক সিড়ি। এই ঐশ্বরিক সিড়ি উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্নতাবাদে প্রভাবিত করছে। কারণ এর পিছনে রয়েছে বিশ্বব্যাপী খ্রিস্টান মিশনারিদের হাত।
তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতি অনেক পাল্টেছে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন খ্রিস্টান মিশনারিদের অনেক প্ল্যান বাঞ্চাল করে দিয়েছে। তারপরও উত্তর পূর্বাঞ্চল অশান্ত হওয়ার পিছনে রয়েছে একটার পর একটা ষড়যন্ত্র।আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রত্যক্ষ মদতে কুকিদের কাজে লাগিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ভারতের অগ্রগতিকে ব্যহত করা তাদের একমাত্র লক্ষ।
কিন্তু নুতন ভারত এখন অনেক উন্নত এবং কৌশলী। ভারত চ্যালেঞ্জের সাথেই সব সমস্যার মোকাবিলা করছে। যে ভারত কাশ্মীরকে ঠান্ডা করতে পারে সে ভারত মনিপুরকেও ঠান্ডা করতে পারবে এতে কোন সন্দেহ নেই।
http://www.anandalokfoundation.com/