13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধ্য ভেঙ্গুড়া দারুন নাজাত মসজিদ ও মক্তবখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধর্মমন্ত্রী

পিঁ আই ডি
February 23, 2024 9:06 pm
Link Copied!

জামালপুরের ইসলামপুরে মধ্য ভেঙ্গুড়া দারুন নাজাত মসজিদ ও মক্তবখানার ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে(শুক্রবার)মধ্য ভেঙ্গুড়া দারুন নাজাত মসজিদ ও মক্তবখানা কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, মসজিদ কমিটির সভাপতি জিন্নাত রহমান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মসজিদের উন্নয়ন ও মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জালালবাড়ি জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী।

http://www.anandalokfoundation.com/