14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালী নির্মান শ্রমিক শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

ফরিদপুর মধুখালী উপজেলার মধুখালী নির্মান শ্রমিক শাখার শ্রমিক ফরিদ, হাফিজার ,তুতা, সাহিদ ও হাসান এর মৃতে্যুর স্বরণে মধুখালী নির্মান শ্রমিক মধুখালী শাখার উদ্যোগে কামারখালী বাসষ্টান্ড অফিস কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার মাগরিব নামাজ বাদ মধুখালী নির্মান শ্রমিক শাখার সভাপতি কারী ইসরাঈল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য পদে নমিনেশন প্রত্যাশী ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন।

তিনি বলেন আপনাদের দোয়া ও আর্শিবাদে এবার জাতীয় সংসদ সদস্য হিসেবে ফরিদপুর-১আসনের প্রার্থী হতে ইচ্ছুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া করবেন যাতে আগামীতেও বিজয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারেন। এই আশা ব্যক্ত করে দোয়া ও দরুদের মাধ্যমে আলোচনা সভা শেষ করেন।

এ ছাড়া শ্রমিকদের উদ্যোশে আরও গঠনমূলক বক্তব্য রাখেন সভাপতি কারী ইসরাঈল হোসেন, শ্রমিক নেতা রউফ শেখ। সবশেষে দোয়া পরিচালনা করেন নির্মান শ্রমিক মধুখালী শাখার সভাপতি কারী ইসরাঈল হোসেন। অনুষ্টানে সকলেই উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/