14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালী  উপজেলা নির্মান  শ্রমিক ইউনিয়নের  ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষনা

Link Copied!

 ফরিদপুরের মধুখালী উপজেলা  নির্মান  শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার  সন্ধ্যা ৬.৫৪ মিনিটের  সময়  কামারখালী নির্মান  শ্রমিক কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার  কামারখাালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান এর  নির্দেশে  নির্বাচন কমিশনার  আড়পাড়া  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা ।

এ সময়  প্রধান  নির্বাচন কমিশনার  রাকিব হোসেন চৌধুরী ইরান, নির্বাচন  কমিশনার জাকির হোসেন মোল্যা , উপদেষ্ঠা  জাহাঙ্গীর হোসেন শেখ , সাবেক সভাপতি কারী ইসরাঈল হুসাইন, সাবেক সাধারন সম্পাদক মোস্তাক  হোসেন, ক্যাশিয়ার সিদ্দিকুর রহমান সহ নির্বাচনী শ্রমিকগন উপস্থিত ছিলেন । জানা যায় ২য় নির্বাচন কমিশনার  আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু শারিরিকভাবে অসুস্থ অবস্থায় ফরিদপুর হাসপাতাল থেকে ঢাকায় চিকিৎসাধীন  আছেন ।

 তফসিল ঘোষণা সময়  নির্বাচন কমিশনার  জাকির হোসেন মোল্যা  জানান, মনোনয়ন জমা ও গ্রহনের তারিখ ১৬ -০১-২০২৫ ইং থেকে ১৮-০১-২০২৫ইং তারিখ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত । মনেনয়নপত্র  যাচাই  ১৯-০১-২০২৫ইং  থেকে  সকাল ১০টা থেকে দুপুর ১২টা  ৩০মিনিট পর্যন্ত। চুড়ান্ত ভোটার তালিকা  প্রকাশ  ২০-০১-২০২৫ইং তারিখ ,  প্রতীক বরাদ্ধ ২০-০১-২০২৫ ইং তারিখ  বিকাল ৪টা  থেকে রাত ৮টা পর্যন্ত ।

নির্বাচন  আগামী  ১লা ফেব্রয়ারী-২৫ রোজ শনিবার সকাল ৯টা থেকে ৪টা পর্যৗল্প বিরতিহীন ভাবে  চলবে।  স্থান ঃ আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে  । মোট ভোটারের সংখ্যা ৩৭৭জন ।  তিনি আরও বলেন ভোট প্রদানের সময় অবশ্যই আইডি কার্ড সঙ্গে আনতে হবে অন্যথায় বিনা কার্ডে ভোট প্রদান করতে পারবে না।  এ সময় তিনি একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের জন্য সবাইকে সার্বিক ভাবে সহযোগিতা করার আহবান জানান।

http://www.anandalokfoundation.com/