14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালী উপজেলার কামারখালীতে রাজ্জাক মোস্তানের কাজের বুয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

admin
August 20, 2018 5:26 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে কামারখালী বাজার নদীর কূল বালুর চরে আঃ রাজ্জাক মোস্তানের বাড়ির কাজের বুয়া গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে বলে খবর পাওয়া যায়।

সংবাদ পেয়ে বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ি লোক এবং অন্যান্য লোক জনের মাধ্যমে জানা যায় গত ২ সপ্তাহ ধরে আঃ রাজ্জাক মাস্তানের বাড়িতে এই মহিলা বুয়ার কাজ করতো। ঐ বুয়া গত রবিবার সন্ধায় রাজ্জাক মোস্তানের বাড়ির চৌচালা টিনের ঘরে থাকা তার রুমের কাঠের আড়ার সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আরো জানা যায় ঐ মহিলার নাম ফাতেমা, বাড়িঃ কাশিয়ানি তবে আর কোন ঠিকানা জানা যায়নি।

এ ব্যাপারে বাড়ি মালিক আর কিছু বলতে পারে না তবে তিনি মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে জানালে মধুখালী থানার এস.আই. মোঃ কামরুজ্জামান লাশ ময়না তদন্তের জন্য মধুখালী থানায় নিয়ে যায়। এ ব্যাপারে তিনি বলেন লাশ ময়না তদন্ত হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

http://www.anandalokfoundation.com/