মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী মৎস্য আড়তে খাওয়া পচাঁ ইলিশের আমদানীর খবর পাওয়া যায়। সরোজমিনে কামারখালী মৎস আড়তে ও বাজারে গিয়ে দেখা যায় খাওয়া পচাঁ ইলিশে ভরপুর।
এ ব্যাপারে আড়ৎদারদের নিকট জিজ্ঞাসা করলে তারা বলেন এই ইলিশের স্বাদ বেশি তাই আমরা মহিপুর থেকে প্রচুর পরিমানে এই ইলিশ আমদানী করি এবং বিক্রয় করি। তাদের ধারনা এই ইলিশ সাগরের ব্যাঙ ও কাকড়া খাওয়া ইলিশ।
তাই ইলিশ মাছ যেহেতু তৈলাক্ত ও স্বাদের মাছ সেজন্য এই খাওয়া পচাঁ ইলিশ খেলে মানুষের শরীরে কোন প্রকার সমস্যা হবে কিনা বিষয়টি খতিয়ে দেখার জন্য এলাকাবাসী উপজেলা প্রসাশন ও মৎস্য অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।