মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি : সোমবার রাত ১টার সময় ফরিদপুরের মধুখালী থানা পুলিশের এস আই সাজ্জাদ হোসেন ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী টোলপ্লাজা এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন (ঢাকা মেট্রা ব-১৪-০৬৮৩) যাত্রীবাহি পরিবহনে তল্লাশী চালিয়ে ৪৮ বোতল ফন্সিডিলসহ পিতাপুত্রকে আটক করেছে। আটককৃতরা হলো পিতা মো. আবু বক্কার সিদ্দিক (৫৫), পিতা মৃত আসমত আলী মুন্সী এবং পুত্র সাহাদত হোসেন (২৪), পিতা আবু বক্কার সিদ্দিক।
বাড়ী যশোহর জেলার বেনাপোল পোট থানার পাটবাড়ি গ্রামে। তাদের স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার সদর থানার এওজ গ্রামে। বেনাপোলপোট তারা ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার ফরিদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে
আজ মঙ্গলবার সকালে মধুখালী থানার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র এএসপি (সার্কেল) মো. আনিসুজ্জামান লালন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এস আই সাজ্জাদ হোসেন সোমবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী টোলপ্লাজায় গ্রীনলাইন পরিবহনে তল্লাশী পরিচালনা করে এ ফেন্সিডিল সহ পিতাপুত্রকে আটক করে। তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার ফরিদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে। আটকৃতরা জানায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা মাদকের চালান বিভিন্ন কৌশলের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
#