ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২জন নিহত আহত ৫

Palash Dutta
October 25, 2020 4:12 pm
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :  ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২জন নিহত ও আহত হয়েছে ৫ জন।

শনিবার গভীর রাত দেড়টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে চুয়াডাংগা গামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো -চ ৫১-৪৩৪১ এবং ফরিদপুর গামী ট্রাক ঢাকা মেট্রো ট- ২০-৬৯০৫) রাত দেড়টায় মুখোমুখি সংঘষ হলে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় চুয়াডাংগা সদরের মৃত দানেশ মুন্সীর ছেলে মুন্সি মোশারফ হোসেন (৮০) এবং মোকারম হোসেনের স্ত্রী মোমেনা খাতুন (৬০) নিহত হয়। নিহত দুজন একই পরিবারের সদস্য। আহতরা হলেন মোকারম হোসেনের ছেলে মৃনাল ইসলাম মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

অন্যান্য আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা হলেন মোহাম্মাদ মল্লিকের ছেলে আসাদুল ইসলাম (৪০), মৃত আব্দুর রাজ্জাকের কন্যা প্রীতি (১৮), মোকারম হোসেনের ছেলে খায়রুল বাশার (৫০) এবং আব্দুর রাজ্জাকের স্ত্রী আছিয়া খাতুন (৬০)।

আজ রোববার ২৫ অক্টোবর স্থানীয় ও করিমপুর হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ,ট্রাক এবং লাশ দুটি করিমপুর হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

http://www.anandalokfoundation.com/