14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

Link Copied!

ফরিদপুরের মধুখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার, মেডিকেল টেকনোলজি (ইপিআই) সুজাতা দাস, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিনসহ আরও অনেকে।

এ বছর উপজেলার একটি স্থায়ী কেন্দ্র ও ২১৬টি অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মোট ৩৪,৬৫৮ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩,৭৪৩ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯,১৫ শিশু রয়েছে।

উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুর অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ ও দৃষ্টিশক্তি সুরক্ষার লক্ষ্যে সরকার প্রতি বছর এ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।

http://www.anandalokfoundation.com/