14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভা

Rai Kishori
September 9, 2021 5:19 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃআশিকুর রহমান চৌধুরীর পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভা বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এ পরিচিত সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আঃ ছালাম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম, ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান লিটন।

এ ছাড়া মুক্তিযোদ্ধা,শিক্ষক মন্ডলী,সুধী সমাজ,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সকলের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী সকলের উদ্দেশ্য বলেন-আপনাদের সহযোগিতায় মিলে মিশে কাজ করতে চাই। তাই আপনাদের সহযোগীতা পেলে আমি মধুখালী উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিনত করবো। পরিশেষে সকলের সহযোগীতা কামনা করে পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় সভা শেষ করেন।

http://www.anandalokfoundation.com/