ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে আলোচনা সভা

Rai Kishori
August 21, 2021 7:53 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধি : শনিবার (২১ আগস্ট) ফরিদপুরের মধুখালীতে আখচাষী কল্যাণ সংন্থা ভবনে একুশে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত ও কুশিলবদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ মধুখালী শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রেনেড হামলায় নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইনজামুমুল হক অনিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ বিশ^াস, পৌর ছাত্রলীগের সভাপতি পাপ্পু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের মানিক সিকদার, মুজাহিদুল ইসলাম প্রমুখ। বিকালে বিভিন্ন মসজিদের নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

বক্তারা বলেন, একুশে আগষ্ট গ্রেনেড হামলা বিএনপির প্রত্যক্ষমদদে হলেও সেই সব কুশিলবদের বিচার আজও হয়নি। অবিলম্বে হামলায় জড়িতদের বিচার দাবী জানান তারা।

http://www.anandalokfoundation.com/