মধুখালী প্রতিনিধিঃ গত ২০ ডিসেম্বর মঙ্গলবার ২দিন ব্যাপী জাতীয় শীতকালীন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগীতার শেষ দিনে মঙ্গলবার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের (মহিলা) এককে উপজেলা পর্যায়ে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মোসা. শিমলা খাতুন চ্যাম্পিয়ন হয়েছেন। শিমলা নক-আউট পদ্ধতিতে সর্বশেষ ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। তার বাবার নাম মো. ছনু সেখ মাতার নাম রহিমা বেগম। বাড়ি মধুখালী পৌর সভার ৩ নং ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রামে। শিমলা চ্যাম্পিয়ন হওয়ায় সে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন।