গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ শনিবার রাত ৮ টার সময় নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর(পশ্চিম) ইউনিয়নের সুনাপুর গ্রাম থেকে বিক্রির উদ্দেশ্যে মদ সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী জহিরুল হক(৩৫)কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মদ সেবনের দায়ে মোঃ সালমান আলী (২২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
১ নং আসামীর বাবা- মার দেয়া অভিযোগ ও স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসআই দূর্গাকুমার দেবের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।