ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মদ কি সত্যিই শরীর গরম করে?

admin
December 26, 2015 2:30 pm
Link Copied!

স্বাস্থ্য ডেস্ক: শীত প্রধান দেশে অনেকেই শরীরে উত্তাপ অনুভব করার জন্য মদ পান করে থাকেন। কিন্তু মদ পান কী সত্যিই গা গরম রাখে? একদমই নয়। মদ পান করে কখনই গা গরম রাখা সম্ভব হয় না।

চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, মদ পানের ফলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যায়। সমস্ত তাপ ত্বকের নিচে চলে আসে। যার ফলেই আমাদের গরম অনুভূত হয়। মদ আমাদের ত্বকের নিচে থাকা শিরাগুলিকে প্রসারিত করে তোলে। ওই শিরার মধ্যে দিয়ে অনেক বেশি রক্ত প্রসারিত হতে পারে। যার জন্যই আমাদের গরম অনুভূত হয়।

চিকিৎসা বিজ্ঞানীরা আরও বলেন, শীতকালে মদ পানের কারণে অনেক সময়ই রক্ত চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ত্বকের নিচ দিয়ে রক্ত প্রবাহের সময় হঠাৎই ঠাণ্ডা সংস্পর্শে চলে আসে। যার ফলে শরীরের ভেতরের তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। এর ফলে, মাথা ঘুরে বমি হয়।

ঠাণ্ডার মধ্যে শরীর গরম রাখার জন্য মদ পান করার চিন্তা কিন্তু খুবই খারাপ। তাই এই ঠাণ্ডাতে শরীর গরম রাখতে খেতে পারেন গরম গরম চিকেন স্যুপ।

http://www.anandalokfoundation.com/