13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মজুরি কমিশন ও ট্রেড ইউনিয়ন বাস্তবায়নের দাবি

admin
December 22, 2016 8:01 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ পোশাক কারখানায় সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখতে গাজীপুর জেলার বিভিন্ন অঞ্চলের শ্রমিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা ছাড়াও মজুরি কমিশন ট্রেড ইউনিয়ন বাস্তবায়নের দাবি জানিয়েছেন

বুধবার দুপুরে শিল্পাঞ্চল পুলিশ এর পরিচালক গাজীপুরের নলজানি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পাঞ্চল পুলিশ এর পরিচালক মো. শোয়েব আহাম্মদ। এতে ্যাব এর উপপরিচালক মোহাম্মদ মহিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, গাজীপুর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহশ্রম পরিচালক মহব্বত হোসাইন শ্রম পরিদর্শক (সাধারণ) মো. তারিকুল ইসলাম, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা, জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মীর রকিবুল হক উপস্থিত ছিলেন

মতবিনিময় সভায় জাতীয় শ্রমিক ফেডারেশনের গাজীপুর শাখার সাধারণ সম্পাদক এম কাশেম জানান, বেশির ভাগ কারখানায় শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা দেওয়া হয় না। বেতনভাতার একাধিক তালিকা তৈরি করা হয়। বায়ারদের দেখাতে শ্রমিকদের অধিক মজুরি/বেতনের তালিকা তৈরি করা হয়। বাস্তবে শ্রমিকদের জন্য কম মজুরি/বেতনভাতার তালিকা অনুসরণ করে। বৈষম্য দূর না হলে কারখানায় শ্রমিক অসন্তোষ দূর হবে না

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বলেন, ‘শ্রমিকরা অধিক সময় কাজ করছে, বিনিময়ে তারা সঠিক বেতনভাতা পায় না। ওই সব বেতনভাতা দাবি করলে মালিকরা শ্রমিকদের বিরুদ্ধে মামলাহামলা করে। আসলে তারা তাদের পেটের দায়ে আন্দোলনে নামে, রাস্তায় নামে। কিছু কিছু এনজিও আছে তারা শ্রমিক অসন্তোষের বিষয়ে কারখানা মালিকদের না জানিয়ে বিদেশে বায়ারদের জানিয়ে দেয়। ব্যাপারে এনজিওদের সতর্ক করতে হবে। দ্রব্যমূল্যের বর্তমান অবস্থার ভিত্তিতে মজুরি বোর্ড তথা কমিশন গঠন করা সবচেয়ে জরুরি।

আকাশ আহমেদ আরো বলেন, ‘শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে চাইলে কারখানা কর্তৃপক্ষ তা দিচ্ছে না। এটা আমাদের দাবি। শ্রমিকদের যেন কোনো প্রকৃত অধিকার নেই, সামাজিক মর্যাদা নেই, সম্মান দেওয়া হয় না, বিশেষ করে নারী শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

বাংলাদেশ সংযুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের গাজীপুর কমিটির সভাপতি ফেরদৌসী বেগম বলেন, বর্তমানে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় বাড়ি ভাড়ার বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত। শুধু তাই নয়, বিভিন্ন কারখানা শ্রম আইন মানেন না। সেখানে কর্তৃপক্ষ শ্রমিকদের মানবিক দাবি যেমন অসুস্থতাজনিত ছুটি, বিয়েজনিত ছুটি চাইলেও তাদের ছুটি দেওয়া হয় না। তারপরও কেউ ওই সব অনুষ্ঠানে যোগ দিতে গেলে চাকরি হারাতে হয়। কোনো নোটিশ দেওয়া ছাড়াই শ্রমিকদের ছাঁটাই করা হয়। এসব বন্ধ করা প্রয়োজন।

শ্রমিক নেতা আসাদুল ইসলাম মাসুদ বলেন, ‘গাজীপুরে ২৫টির মতো শ্রমিক ফেডারেশন রয়েছে। আমরা সবাই মিলে যদি শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করি তবে কারখানায় শ্রমিক অসন্তোষ কমে যাবে। বেশ কিছু কারখানায় শ্রমিকদের বেতনভাতা না দিয়েই বন্ধ করে দেওয়া হয়েছে

বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ বহিরাগত মাস্তান লালনপালন করে। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের কথা বললে তারা শ্রমিকদের ভয়ভীতি দেখায়। এমনকি তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়। বহিরাগত মাস্তান কিছু কারখানার মিড লেভেলের ম্যানেজমেন্টের কারণে কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হচ্ছে

গার্মেন্টস শ্রমিককর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মো. জনি সরকার কারখানাগুলোতে অসন্তোষরোধে পোশাক নেতৃবৃন্দ আইন শৃঙ্খলাবাহিনীর সমন্বয়ে সেল গঠনের দাবি জানান

এ্যাপেক্স হোল্ডিংস (গার্মেন্টস) লিমিটেড শ্রমিক অ্যান্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, আইনের তোয়াক্কা না করে, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না করে শ্রমিকদের মাধ্যমে মালিকরা ধনসম্পদের মালিক বনে যাচ্ছেন। আর শ্রমিকরা তাদের পাওনা দাবি করলে তাদের হয়রানি করা হয়, ছাঁটাই করা হয়। ফলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়, সৃষ্টি হয় শ্রমিক আন্দোলন। তিনি পুলিশদের শিল্পবান্ধব শ্রমিকবান্ধব হওয়ার অনুরোধ করেন। শুধু মালিক রক্ষার কাজ করলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে। ট্রেড ইউনিয়ন করার আইন কাগুজেকলমে থাকলেও বাস্তবে মাঠে নেই। দ্রুত মজুরি বোর্ড  তথা মজুরি কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, শিল্পাঞ্চলে অসন্তোষ নিরসনে কারখানা মালিক, মিড লেভেল ম্যানেজমেন্ট শ্রমিক নেতাদের সাথে দাবিদাওয়া নিয়ে দ্রুত আলোচনায় বসে সমাধান করা উচিত

অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন জানান, অধিকাংশ কারখানায় শ্রমিক অসন্তোষের কারণ দেখা গেছে সঠিক সময়ে শ্রমিকদের বেতনভাতা না দেওয়া

শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক (শ্রম বিভাগ) মহব্বত হোসাইন বলেন, সবাইকে ঐকান্তিকভাবে শ্রমিক অসন্তোষ রোধে এগিয়ে আসতে হবে। শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনারা যথাযথভাবে আমাদের কাছে আসেন, আমরা আপনাদের ট্রেড ইউনিয়ন গঠনে সহযোগিতা করব। মজুরি বোর্ড গঠন একটি চলমান প্রক্রিয়া। কাজ বন্ধ করে ওই বোর্ড গঠনের দাবি জানানো ঠিক নয়

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ হুজুগে শ্রমিকদের বিক্ষোভভাঙচুরঅসন্তোষে যোগ দিতে বারণ করেন। সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখতে অনুরোধ জানান। সমন্বিভাবে উদ্যোগ নিলেই তা রক্ষা করা সম্ভব

্যাব এর উপপরিচালক মহিউল ইসলাম জানান, প্রতি মাসে ১০ তারিখে মধ্যে সাধারণত শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়। আর প্রতি মাসের ১২ তারিখে শ্রমিকদের দাবিদাওয়া সমস্যা নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে নিয়মিত সভা এবং আগামী তিন বছর বা দুই বছরের মধ্যে বাড়িভাড়া আর না বাড়ানোর ব্যাপারে গাজীপুরের বাড়ি মালিকদের সঙ্গে বসে স্থানীয় প্রশাসনকে সমঝোতার ভিত্তিতে  সমাধান করে  মাইকিং করার আহ্বান জানান

সভাপতির বক্তব্যে শিল্পাঞ্চল পুলিশ এর পরিচালক মো. শোয়েব আহাম্মদ বলেন, কাজের প্রতি, কারখানার কর্তৃপক্ষের প্রতি আইনের প্রতি সকলের শ্রদ্ধাবোধ সম্মান থাকতে হবে। শ্রমিকদের সমস্য সমাধানে কারখানা মালিক কর্মকর্তাদের নিয়ে দ্রুত মতবিনিময় করা হবে বলেন তিনি

http://www.anandalokfoundation.com/