স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: কালীগঞ্জে ইট ভাটার মাটি টানা যান চলাচলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এক ভাটা মালিক ও ড্রাইভারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার বড়রায়গ্রাম এম.কে.এস.এফ অটো ব্রিকসে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকার জানান, সড়কে মাটি ফেলে জনগণের ভোগান্তি সহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে অভিযান চালান। এ সময় ইটভাটা আইন-২০১৩ এর ধারা অনুযায়ী কাওছার আলী নামে এক ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে সড়ক পরিবহন আইন- ২০১৮ ধারা অনুয়ায়ী ট্রাকট্রর চালক মাছুম হোসেনকে ৪’শ টাকা জরিমানা করেন। তিনি আরো জানান, বৃষ্টির সময়ে সকল ভাটা মালিককে সড়কের পাশে মাটি পরিবহন বন্ধ রাখতে হবে। এছাড়াও সড়কের উপর তাদের ফেলা মাটিগুলি বৃষ্টিতে কাঁদা হলে তা ১ ঘন্টার মধ্যে পানি দিয়ে পরিষ্কার করারও নির্দেশ দেন।