14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ৩ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

Brinda Chowdhury
March 12, 2021 7:53 pm
Link Copied!

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় তিন কেজি গাঁজাসহ মোঃ কাউসার মৃর্ধা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(১২ মার্চ) দুপুর ১ টার দিকে ভোলা সদর থানার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ কাউসার মৃর্ধা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঈসাপুরা এলাকার মৃত মোঃ ইসমাইল মৃর্ধার ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচাজ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,শুক্রবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফরিদ, এএসআই (নিঃ) মোঃ মাইনুল হাসান, এএসআই মোঃ গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ কাউসার মৃর্ধা নামে এক যুবককে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

http://www.anandalokfoundation.com/