ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

Rai Kishori
February 11, 2021 8:05 pm
Link Copied!

কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলা সদর উপজেলায় ২ কেজি গাঁজাসহ মো. নাসিম (২৮) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ১ নং ওয়ার্ড কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.নাসিম দুলাল হাট থানার আহম্মদপুর ইউনিয়ন ফরিদাবাদ ৩ নং ওয়ার্ডের কাঞ্চু গোয়ালের ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচাজ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফরিদ,এএসআই গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ১নং ওয়ার্ড কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. আনিস নামে এক যুবককে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

http://www.anandalokfoundation.com/