ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোভিড ১৯, ভোলায় ছাত্রদলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

Rai Kishori
May 23, 2020 7:12 pm
Link Copied!

কামরুজ্জামান শাহীন, ভোলা॥ করোনা ভাইরাস (কোভিড ১৯) মোকাবেলায় ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অসহায়, ঘরমুখী ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার(২৩ মে) সকালে ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো. নূরে আলম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা মহামারী সংক্রমণ রোধে অসহায়, ঘরমুখী ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল রাসেল, মোহাম্মদ ইব্রাহিম, নিক্সন মোল্লা, জাকারিয়া বেলাল, মঞ্জু ইসলাম, কবির, হোসেন, কলেজ ছাত্রদল নেতা নুর মোহাম্মদ রুবেল প্রমুখ।

http://www.anandalokfoundation.com/