14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভোলার শশীভূষণে থ্রিনটথ্রি রাইফেলের ১৯২ পিস কার্তুজ উদ্ধার, আটক-১

admin
May 6, 2018 9:25 am
Link Copied!

ভোলা প্রতিনিধি॥  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জে থ্রিনটথ্রি রাইফেলের ১৯২ পিস কার্তুজসহ মোফাক্কার ইসলাম মিশন (১৯) নামে এক ছাত্র কে আটক করেছে শশীভূষণ থানা পুলিশ।

শনিবার(৫মে) ভোর রাতে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রাম থেকে থ্রিনটথ্রি রাইফেলের পরিত্যাক্ত কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মিশনকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়,শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের খোর্শেদ আলম’র বসতঘরের বর্হিভাগে প্লাস্টিকের বস্তামোড়ানো অবস্থায় গুলি রেখে পুলিশকে খবর দিয়ে নিজেই ফেঁসে গেলেন। তার তথ্যনুযায়ী শশীভূষণ থানা পুলিশ ১শ’৯২ পিস কার্তুজ উদ্ধার করেছে ।

শুক্রবার গভীর রাতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওসি হানিফ সিকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে শশীভূষণ থানা পুলিশ ওই কার্তুজ উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ তথ্যদাতা মোফাক্কারুল ইসলাম মিশন(১৯)কে আটক করেছে। ওই গুলি উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে শনিবার মোফাক্কারুল ইসলাম মিশন এবং তার মামা নুরুন্নবীকে আসামী করে শশীভূষণ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছে। মোফাক্কারুল ইসলাম মিশন হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে এবং ভোলা সরকারি কালেজের দর্শণ বিভাগের ১ম বর্ষের ছাত্র।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিশন জানান, তার মামার সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধের কারণে জনৈক সুমনের বসত ঘরের মধ্যে পরিত্যক্ত অবস্থায় কার্তুজ রেখে রাত আনুমানিক ২টার সময় শশীভূষণ থানায় মোবাইলে সুমনের ঘরে অস্ত্র ও কার্তুজ থাকার খবর দেয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার এই তথ্য নিশ্চিত করেন।

http://www.anandalokfoundation.com/