14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভোলার শশীভূষণে আদম বাচ্চুর নেতৃত্বে হোটেল ভাংচুর, লুটপাট

Rai Kishori
October 13, 2020 7:53 am
Link Copied!

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদর বাজারে শাহাজান হোটেল এ- রেস্টুরেন্টের মালিক শাহাজানের একটি হোটেল সোমবার ভোর রাতে স্থানীয় ভূমিদস্যু আদম বাচ্চুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহীনি ভাংচুর ও লুটপাট করে প্রায় ২০ লক্ষ টাকা মালামাল নিয়ে যায়।

হোটেল মালিক শাহজাহান জানান, রবিবার রাতে বেঁচাকেনা শেষে হোটেল বন্ধ করে বাড়িতে চলে যান। সোমবার ভোর রাতে নুরুল ইসলাম বাচ্চু(ওরফে আদম বাচ্চু) নেতৃত্বে ১৫/২০জনের তার সন্ত্রাসী বাহীনি হোটেলে ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে যাবতীয় মালামাল ট্রাকে করে নিয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।

এ ঘটনায় স্থানীয় শশীভূষণ থানা সদর বাজারের ব্যবসায়ীরা ক্ষোভে ফুঁেস উঠে দোকান-পাট বন্ধ করে বিক্ষোভের প্রস্তুতি নিলে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলামের বিচারের আশ^াসে ব্যবসায়ী শান্ত হন।

ভাংচুর ও লুটপাটের ঘটনায় হোটেল মালিক মো. শাহজাহান বাদী হয়ে নুরুল ইসলাম বাচ্চুকে প্রধান আসামী করে ১৫ জনকে নামে শশীভূষণ থানায় একটি মামলার দায়ের করেন।

অভিযোগ প্রসঙ্গে নুরুল ইসলাম বাচ্চু বলেন, এই ঘটনার সাথে আমি জড়িত নয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়ে আমি জানি না।

শশীভূষণ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, হোটেল ভাংচুর ও লুটপাটের ঘটনায় হোটেল মালিক মো.শাহজাহান বাদী হয়ে নুরুল ইসলাম বাচ্চুসহ ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্যঃ গত বছর এই নুরুল ইসলাম বাচ্চু শশীভূষণ বাজারের প্রবীন ব্যবসায়ী মৃত দীল মোহাম্মদ সওদাগরের দীর্ঘ ৬০ বছরের দখলীয় ঘর, তার ছেলে মো. ইউছুব সওদাগরের ভাঙ্গারী দোকানের মালামাল রাতের আধাঁরে লুটপাট করে নিয়ে ঘরটি জবর দখল করে এবং এওয়াজপুর ইউনিয়নের প্রবীন আ’লীগ নেতা মৃত মো. ছেলামত উল্লাহ মাষ্টারের ৬০ বছরের দখলীয় দোকান ঘরটির মালামাল লুটপাট করে সেই ঘরটিও জবর দখল করেন বাচ্চু।

http://www.anandalokfoundation.com/