ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন ২১৮ পিছ ইয়াবাসহ মিরাজ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(১৭ফেব্রুয়ারী)দুপুরে লালমোহন পৌরসভা থেকে গ্রেফতার করা হয়। মিরাজ পৌর ১০নং ওয়ার্ডের আব্দুল মোতালেবের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার উপ-পরির্দশক (এসআই) মাহাবুব, এএসআই ইউসুফ, মামুন, জাহের, বাশার ও পুলিশ সদস্য জসিমের নেতৃত্বে পৌরসভার ৬নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবীর বলেন, মিরাজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।