13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভোলার মেঘনায় জালপাতাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০

admin
February 16, 2019 11:04 pm
Link Copied!

ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনায় জাল পাতাকে কেন্দ্র করে জেলেদেও দু’গ্রুপে মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জেলে আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জন তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে। গুরুতর আহত ১জনকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার(১৬ফেব্রুয়ারী) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত জেলে লোকমান জানান, শনিবার দুপুরে মেঘনা নদীর তজুমদ্দিনের বাসনভাঙ্গা চরের পূর্ব পাশে কালাম মাঝির জেলেরা জাল পাতলে একই স্থানে পরে সুফিয়ান মাঝির জেলেরাও জাল পাতে। এ সময় কালাম মাঝির জেলেদের জালের উপরে সুফিয়ান মাঝির জাল পড়ে। এতে সুফিয়ান মাঝির জেলেরা কালাম মাঝির জাল কেটে দিলে উভয় গ্রুপের জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লোকমান (৩৫), মোরশেদ (২৫), শহিদ (৪৫), আজাদ (২৮), বেল্লাল (২৫) ও মোঃ খাজা (২৩) সহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়।আহতদের ৩জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে লোকমানের অবস্থা আশংকাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত আজাদ একই ধরনের অভিযোগ করেন কালাম মাঝির জেলেদের বিরুদ্ধে। এ ঘটনায় আজাদের পিতা আঃ রশিদ আইনগত পদক্ষেপ নিবেন বলে জানান। তজুমদ্দিন হাসপাতালের আরএমও ডা.জাকির হোসেন বলেন, আহত লোকমানের প্রচুর রক্তক্ষরণের কারণে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফারুক আহাম্মদ জানান, এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

http://www.anandalokfoundation.com/