ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় ইউসুফ(৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আঃ রশিদ (৭০) ও মোঃ সিদ্দিক (৪০) নামের দু’জন আহত হয়েছে। আহতদের তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার(১৭ফেব্রুয়ারী) বিকেলে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার বিকালে উপজেলা দক্ষিণ খাসেরহাট-মুচিবাড়ির কোনা সড়কে ছোট ডাওরী এলাকায় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা কবলিত হয়। ফায়ার সার্ভিস কর্মিরা সংবাদ পেয়ে গুরুতর আহত ৩জনকে দ্রুত তজুমদ্দিন হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তার মো.ইউসুফ কে মৃত্যু ঘোষনা করেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচাজ(ওসির্) ফারুক আহাম্মদ জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।