হেলাল আহমদ, ছাতকঃ ছাতকে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। শেষ সময়টুকু কাজে লাগাতে শুক্রবার কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত স্ব স্ব প্রার্থীরা সভা-সমাবেশ, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। তবে এবারের উপজেলা নির্বাচনে বিএনপি জোটসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় এবং সরকার দলীয় একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় শেষ দিন পর্যন্ত নির্বাচন অনেকটাই নিরুত্তাপ ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাচনের বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের ৩২ঘণ্টা আগে সব ধরণের প্রচার-প্রচারণা বন্ধের নির্দেশ রয়েছে। ফলে গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচার-প্রচারণা।
১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শিল্পনগরী খ্যাত এ উপজেলায় এবারের নির্বাচনে ৩টি পদের বিপরীতে সর্বমোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল কাপ-পিরিচ প্রতীক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন টিউবওয়েল, শাহীন চৌধুরী টিয়া পাখি, ইজাজুল হক রনি তালা, আতাউল হক সানি বই, বাবুল রায় মাইক, আবদুল গাফফার উড়োজাহাজ, এড. মাসুম আহমদ চশমা ও শামীম আহমদ লাঙ্গল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিখা রানী দে পদ্মফুল, লিপি বেগম কলস ও নাছিমা আক্তার চামেলী ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ১০০টি ভোট কেন্দ্র ও ৬শতাধিক বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ২লক্ষ ৬১হাজার ৭শ’৩৫জন ভোটার। তন্মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৩১হাজার ৮শ’৮১জন এবং নারী ভোটার ১লক্ষ ২৯হাজার ৮শ’৫৪জন।
এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের জন্য জেলার অন্যান্য উপজেলার ন্যায় ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। শনিবার বিকেল থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল ও প্যাডসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। আগামীকাল রোববার সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত।