13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত

Link Copied!

মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর আয়োজনে গতকাল শুক্রবার (০৫-০৭-২০২৪) বিকালে মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত মাসিক সাহিত্য বাসর এর সভাপতিত্ব করেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর সভাপতি অ্যাড.আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন”ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর সহ-সভাপতি নূরুল আহমেদ।

সাহিত্য বাসর এর ১ম পর্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন”ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর সহ-সভাপতি নূরুল আহমেদ,কবি বাশরী মোহন দাস, আবু লায়েছ লাবলু,আবুল হাসেম প্রমুখ।

সাহিত্য বাসর এর ২য় পর্বে “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন কবি ম. গোলাম মোস্তফা,বাশরী মোহন দাস,আবু লায়েছ লাবলু,এস.এম.এ.মান্নান,মুহম্মদ মহসীন,নূর আলম,আবুল হাসেম,শফিক সেন্টু, মহিবুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

http://www.anandalokfoundation.com/